শহরে বাড়ি করে থাকার ইচ্ছা পূরণ হল না রাজেশের : লাদাখ সীমান্তে শহীদ সেনা জওয়ান

17th June 2020 9:44 pm বীরভূম
শহরে বাড়ি করে থাকার ইচ্ছা পূরণ হল না রাজেশের : লাদাখ সীমান্তে শহীদ সেনা জওয়ান


নিজস্ব সংবাদদাতা ( মহম্মদবাজার ) : গ্ৰামে ভালো লাগে না । বাবা মা কে নিয়ে শহরে বাড়ি করে থাকার ইচ্ছা ছিল তার । কিন্তু তা আর পূরণ হল না । লাদাখ সীমান্তে ভারত চীন রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারালেন বীরভূমের মহম্মদবাজার এর বেলঘড়িয়া গ্ৰামের বাসিন্দা সেনা জওয়ান রাজেশ ওরাং । বিগত ৫ বছর আগে সেনাবাহিনী র কাজে যোগ দিয়েছিলেন রাজেশ । কর্মক্ষেত্র ছিল ভারত চীন সীমান্তবর্তী এলাকা । গতকাল সেখানেই চীনের আগ্ৰাসনে ২০ জন ভারতীয় সেনা প্রাণ হারান । শহীদের তালিকায় বাংলার দুই বীর সন্তান । 

গ্ৰামের বাড়িতে খবর এসে পৌঁছাতেই শোকস্তব্ধ এলাকা । কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার । গতকাল বোনের সাথে ফোনে শেষ কথা হয় রাজেশের । " পাহাড়ের দিকে উঠছি " এই কথাটাই জানিয়েছিল রাজেশ তার বোনকে । কথা ছিল ফিরে এসে ফোন করার । আর তা হয় নি । রাজেশ ফিরলো গ্ৰামে । এল বাড়িতেও । তবে কফিন বন্দী হয়ে ।





Others News

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( বীরভূম ) : মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বারবার অবৈধ বালি খাদান ও বালি পাচার রোধে কড়া পদক্ষেপ গ্ৰহণের কথা জানিয়েছেন । তবুও রাজ‍্যের নানা জায়গায় একাংশ বালি ও কয়লা মাফিয়া চক্র সক্রিয় । এছাড়াও ওভারলোডিং এর ফলে রাস্তার ক্ষতি হচ্ছে নানা জায়গায় । অবৈধ বালি খাদান বন্ধে এবার ড্রোন ক‍্যামেরার সাহায‍্যে নজরদারি শুরু করলো বীরভূম জেলা পুলিশ । পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন , পুলিশ কর্মীরা যেমন রাস্তায় রাস্তায় নজরদারি চালাচ্ছেন তেমনি বিভিন্ন নদীতেও নজরদারি চালানো হচ্ছে । ড্রোন ক‍্যামেরার মাধ‍্যমে নানা জায়গায় দেখা হয় বালি খাদান কোথাও চলছে কি না । তবে সেরকম কোনো হদিশ পাওয়া যায় নি । গতকাল রাতে দুটি ট্রাক আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার । কোনোভাবেই অবৈধ বালি খাদান চালানো যাবে না বলে মুখ‍্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা কার্যকর করতেই কড়া পদক্ষেপ বীরভূম জেলা পুলিশের । তিলপাড়া ব‍্যারেজ সংলগ্ন এলাকায় নজরদারি চালালো মহম্মদবাজার থানার পুলিশ । অনান‍্য এলাকাতেও নজরদারি চলবে বলে জানা গেছে ।